ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা.এর অবমাননার প্রতিবাদে সোনাগাজীতে লাখো মুসল্লী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের পর সোনাগাজী ওলামা পরিষদের উদ্যোগে পৌর শহরের জিরোপয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামা পরিষদের আহবায়ক মাও. মো. মোস্তফা মুসাপুরির সভাপতিত্বে ও মাও. মো. এনামুল হক মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাও,
ছায়েদ আহম্মদ, মুফতি মাও. আহসান উল্যাহ, মুফতি মাও. নিজাম উদ্দিন, মাও. আহম্মদ উল্যাহ, মাও. আবদুর রহমান ফরহাদ, জাবেদ হোসাইন, মাও. মো. সানা উল্যাহ, মাও. ওয়াজী উল্যাহ, আবদুর রহমান হেলালী এবং মাও. আশরাফ আলী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে
ধর্মপ্রাণ মুসল্লীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে লাখো মুসল্লীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ফের জিরোপয়েন্টে এসে মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে। প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।