শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৭:১০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় চালের বাজার স্হিতিশীল, বেড়েছে ডাল, পেয়াজ, রসুন ও তেলের দাম


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় গত ১ সপ্তাহ ধরে চালের বাজার স্হিতিশীল রয়েছে। বেড়েছে ডাল, পেয়াজ, রসুন,  তেলসহ  কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 

    বুধবার (২৮ অক্টোবর)  ছাগলনাইয়া জমাদ্দার বাজারে  মুদি দোকানীদের সাথে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি


    ৪৬ টাকা করে ও  মিনিকেট ৫৬ টাকা করে।দেশি  পেয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাবা করে, গত সপ্তাহে ছিল ৮০ টাকা, রসুন (এলসি)  বিক্রি হচ্ছে


    প্রতি কেজি  ৯০ টাকা করে, গত সপ্তাহে  ছিল ৮৫ টাকা,  পাম ওয়েল তেল  প্রতি লিটার  ৯০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার  ১০৫ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পাম ওয়েল ছিল ৮৫ টাকা ও সয়াবিন ছিল ১শত টাকা। মসুরি ডাল মোটা প্রতি কেজি ৭০ টাকা ও চিকন ১২০ টাকা। গত সপ্তাহে মসুরি ডাল মোটা ছিল ৬৫ টাকা ও চিকন ছিল ১১০ টাকা। হলুদ গুড়ি প্রতি কেজি ১শত টাকা ও মরিচ ২২০- ২৫০ টাকা। গত সপ্তাহে ছিল হলুদ ৯০ টাকা ও মরিচ ২০০- ২২০ টাকা ছিল। দেশি আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।  চিনি প্রতি কেজি ৬০ টাকা দামে বিক্রি  হচ্ছে। 


    কাঁচাবাজার প্রসঙ্গ -

    আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকা, কাঁচা মরিচ ২ শত টাবা করে, বরবটি ৭০ টাকা করে, পেঁপে ৩৫ টাকা , করল্লা ৭০ টাকা করে, মুলা ৪৫ টাকা করে, ঝিঙা  ৭০ টাকা করে, শশা ৪০ টাকা করে, পটল ৬০ টাকা করে, গাজর ৭০ টাকা করে, বেগুন ৬০ টাকা করে ও টমেটো প্রতি কেজি ১১০ টাকা করে বিক্রি হচ্ছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.