শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৭:০১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় বিভিন্ন অপরাধে জরিমানা আদায়


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতের এর মাধ্যমে বিভিন্ন অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার( ২৭ অক্টোবর)   উপজেলার জমাদ্দার বাজারে মা ইলিশ সংরক্ষণে  সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুদের দায়ে ১ জনকে জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে করাতকল স্থাপন করায় ২ টি করাতকলকে,  সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট না থাকায় ৪ জনকে মোট ১৭হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মোট ৭টি মামলা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি হোমায়রা ইসলাম।


    অতি প্রয়োজনীয় পন্যটি কিনতে পারেন আমাদের পেজ থেকে https://www.facebook.com/PansiFeni



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.