ফেনী-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ( অব.) ও তাঁর স্ত্রী জেসমিন মাসুদ চৌধূরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছে। রোববার দুপুরে তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুস্থ্যতায় সকলের দোয়া কামনা করেছেন তার ছোট ভাই সাইফ উদ্দিন আহম্মেদ চৌধূরী হারুন।