শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৬:৪৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ার জয়পুরে সিএনজি চালক জামশেদ হত্যা মামলায় আসামী অহিদুর গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ার  শুভপুর ইউনিয়নের জয়পুরে সিএনজি অটোরিকসা  চালক  জামশেদ আলমকে  হত্যার ঘটনার এজাহারভূক্ত  আসামী অহিদুর রহমান ( ২১)  কে  গ্রেফতার করেছে পুুলিশ। সে জয়পুর গ্রামের মোঃ হালিমের পুত্র। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে,  পুলিশ পরিদর্শক (তদন্ত) 


    মোঃ মাহবুবুর রহমান, পিপিএম সহ এসআই মোঃ নাঈম উদ্দিন, এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন  ও সঙ্গীয় ফোর্সসহ  শনিবার  জেলার বিভিন্ন জায়গায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার ( ২৫ অক্টোবর) ভোরে  ফুলগাজী থানা পুলিশের সহায়তায় ফুলগাজী থানা এলাকা থেকে আসামী অহিদুর রহমান গ্রেফতার করা হয়। 

    গত-১৪ অক্টোবর   রাত  ৯টার দিকে   বর্নিত আসামী সহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা জয়পুর গ্রামের সিএনজি অটোরিকসা চালক  জামশেদ আলমকে গাছের লাকড়ি দ্বারা পিটিয়ে আহত করে। ১৫ অক্টোবর ভোরে  হাসপাতালে  সে  মারা যায়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.