শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৬:৪৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মুহুরীগঞ্জে মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে মোটর সাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার ২২ অক্টোবর ভোরে   ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করে।

    পুলিশ জানায় ছাগলনাইয়ার  ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার পিএইচপি স্টীল মিলের সামনে রাস্তার উপর ২ গাড়ি থামিয়ে মারধর সহ টাকা-


    পয়সা ছিনতাই করছে ছিনতাইকারীরা এমন সংবাদের ভিত্তিতে পুলিশ টহল টিম  অভিযান পরিচালনা করে। এ সময় মীরসরাই উপজেলার মধ্য মাঘাদিয়া গ্রামের মৃত ওমর ফারুকের পুত্র  মোঃ এমরান হোসেন (২৬), একই গ্রামের মোঃ জাহেদ এর পুত্র মোঃ হৃদয় (২০) কে আটক করে। তাদের কাছ থেকে  ২টি স্টীলের ধারালো ছুরি, ১টি স্টীলের রডসহ ছিনতাই এর কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, 

    আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, দস্যুতাসহ একাধিক করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।




    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.