ছাগলনাইয়া পৌরসভার ৪নং ওয়ার্ড ( উত্তর পানুয়া) এর কাউন্সিলর ছলিম উল্যাহ ভুইয়া হুমায়ুনের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে। শুক্রবার ২৩ অক্টোবর বাদ আসর উপজেলার উত্তর পানুয়া গ্রামে মরহুমের জানাযার নামাজ অনু্ষ্ঠিত হয়। নামাজের পূর্বে বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, সাবেক পৌর মেয়র মোঃ অালমগীর বিএ , ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ি মনির আহমদ খোন্দকার,
মাওলানা দিল মোহাম্মাদ, ব্যবসায়ি পেয়ার আহামদ, মরহুমের ছোট ভাই মারুফ ভুঁঞা, মাহফুজ ভুঁঞা প্রমূখ। কাউন্সিলর হুমায়ুন চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার সকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি --- রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে রেখে যান।