নিজেই ধর্ষণ করে স্কুল ছাত্রীকে দিয়ে গণধর্ষণের নাটক সাজিয়ে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে অন্যদের ফাঁসাতে গিয়ে সোনাগাজীর আরিফুল ইসলাম সাকিব (২৪) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত সাকিবকে আদালতে তোলা হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ।
আরিফুল ইসলাম সাকিব উপজেলার পুর্ব সুজাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এর আগেও ফেনীর একটি হোটেলে এক গৃহবধুসহ সে আটক হয়েছিল বলে জানা যায়।