ছাগলনাইয়ায় গরু চোর মোঃ মাহফুজ (৩২) কে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীরকুল ১নং ওয়ার্ডের ভাপনা ঘোলা বিলের এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন গরু চোর মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাহফুজ দক্ষিণ সতর নদীরকুল গ্রামের মোঃ আলীর পুত্র। ওসি মোঃ মেজবাহ উদ্দিন অাহমেদ জানান, গরু চোর মাহফুজ কে আদালতে সোর্পদ করা হয়।