সোনাগাজীর মনগাজী বাজারে রোববার সকালে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র কর্মকর্তা মো. বাহার উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মনগাজী বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক কেফায়েত উল্লাহ শাহীন, রুহু উল্যাহ মাসুদ, সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবি সিদ্দীক দুলাল,
মনগাজী বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক আলা উদ্দিন ফরহাদ, সাবেক ইউপি সদস্য গোলাম ফারুক বেলু ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান।
অনুষ্ঠানে ব্যাংকের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন।