বেপরোয়াগতির অটোরিকসাচালকের (সিএনজি) খামখেয়ালিপনার শিকার হলেন ইতালী প্রবাসী মুরাদ হোসেন (৩৭)সহ তার পরিবারের তিন সদস্য। যাত্রীদের নিষেধ অমান্য করে অনিয়ন্ত্রিত গতিতে চালানোর কারনে দুর্ঘটনায় পড়ে তাদের বহনকরা অটোরিক্সাটি। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চম্পকনগর এলাকায় এই ইচ্ছাকৃত দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত বাকীরা হলেন, মুরাদ হোসেনের শিশুপুত্র ইরফান হোসেন (৬) ও তার বোন মুক্তা বেগম (৪০)।
আহত মুরাদ হোসেনের ভায়রা আলাউদ্দিন জানান, শুভপুরে মামীর লাশ দাফন করে রিজার্ভ সিএনজি অটোরিকসায় ফিরছিলেন মুরাদরা। শুরু থেকেই চালকের বেপরোয়া গতির কারনে তাকে বার বার সতর্ক করা হচ্ছিল কিন্ত্র যাত্রীদের কথায় কান না দিয়ে সে নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ী চালাতে থাকলে চম্পকনগর এলাকায় গাড়ীর চাকা ব্লাস্ট হয়ে গাড়ীটি রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে মুরাদ ও তার পুত্রকে চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হলেও মুক্তা বেগমের আঘাত গুরুতর হওয়া তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় মুরাদের শিশুপুত্র ইরফানের একটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়।
প্রবাসী মুরাদ হোসেন ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ির আবু তাহেরের পুত্র।