ছাগলনাইয়ায় আপন চাচার ধর্ষণের শিকার হলো ৪ বছরের ভাতিজী। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে
ধর্ষনকারী আসামী মোঃ ইমন ফারুক বাদশা (২০)কে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বাঁশপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। সে মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের মৃত মৃত রবিউল হক কন্ট্রাক্টর এর পুত্র। পুলিশ জানায় আসামী মোঃ ইমন ফারুক বাদশা শিশু ভিকটিমকে চিপস কিনে দেয়ার কথা বলে ধর্ষন করে। ওসি মোঃ মেজবাহ উদ্দিন অাহমেদ ধর্ষক বাদশাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।