ছাগলনাইয়ায় বলাৎকার মামলায় আসামী হাফেজ আবু নাছের (২৬) কে গ্রেফতার করেছে পুুলিশ। গত ৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। জানা যায় আসামী আবু নাছের দুজন শিশুকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে। আবু নাছের পশ্চিম ছাগলনাইয়া গ্রামে একটি মাদ্রসা পরিচালনা করে। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মোঃ ওবায়দুল হকের পুত্র। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ধর্ষক আবু নাছেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।