সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে। এবারে ছাগলনাইয়া উপজেলার ৫টি মন্ডপে দুর্গাপূজা পালিত- হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি অমল কান্তি শীল ছাগলনাইয়া ডট কমকে
জানান, ছাগলনাইয়া উপজেলার ৫টি মন্ডপে দুর্গাপূজা অনু্ষ্ঠিত হবে। পূজামন্ডপ গুলো হলো পশ্চিম ছাগলনাইয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম, দক্ষিণ আঁধার মানিক সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন, স্বর্গীয় যশোদা বৈদ্যের বাড়ি, জয়পুর সার্বজনীন দুর্গা মন্দির ও শ্রী শ্রী ইচ্ছাময়ী মন্দির। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ দিকে বলে তিনি জানান।