তিন বছর বয়সী ছেলের জন্মবার্ষিকীতে ৭০জন এতিমের মুখে এক বেলার খাবার তুলে দিলেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। শনিবার দুপুরে উপজেলার চরচান্দিয়া আশরাফুল উলুম হেফজ ও এতিম খানায় এ খাবার বিতরণ করা হয়। এসময় চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মাদ্রাসার মুহতামিম মাও. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ তারিফুল ইসলাম সাজু সহ ইউএনও'র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, তার শিশু সন্তানের তৃতীয় জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জন্ম বার্ষিকীর আনুষ্ঠানিক খরচ না করে তিনি তার ব্যক্তিগত অর্থে এতিমদের মুখে খাবার তুলে দেন। তিনি সবার কাছে তার শিশু সন্তানের জন্য দোয়া চেয়েছেন।