ছাগলনাইয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার
চৌধুরী সোহেল। ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, যুব উন্নয়ন কর্মকর্তা ছায়দুল হক প্রমূখ।