বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ছাগলনাইয়ার চম্পকনগর এলাকা থেকে একটি বিদেশী শর্টগান, এক রাউন্ডগুলি ও ফেন্সিডিলসহ মাসুদ রানা নামে মাদক বিক্রেতাকে আটক করেছে ফেনী-৪ বিজিবি।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সীমান্ত পিলার-২১৯৫/৬ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা আরো অন্তত ৪জন পালিয়ে যায় ।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দৌজা জানান, উপজেলার বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ৪ জন আসামী মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান,আসামী মোঃ মাসুদ রানা(২৬) ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে। পলাতক আসামীদের মধ্যে পুর্ব মধুগ্রামের মো. উল্যাহর পুত্র আনোয়ার হোসেন অভিও রয়েছে।
আটককৃত আসামী রানা ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলছে।