জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ ছাগলনাইয়ায় ২৮৭৭২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ওসি তদন্ত মাহবুবুর রহমান, অারএমও শোয়েব ইমতিয়াজ নিলয়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, ডাঃ সাকীফ মোহাম্মদ সাব্বির, উপজেলা পরিবার কর্মকর্তা মোঃ জহিরুল হুদা, জেলা পুষ্টি কর্মকর্তা মোঃ শাহ অালম, কাউন্সিলর হাবিবুর রহমান পাটোয়ারি, প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, সম্পাদক অাউয়াল চৌধুরী, খতিব অাতা উল্যাহ সিফাত প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ সালমা। অাগামী ৪-১৫ অক্টোবর ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১১-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।