ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার (২৩ সেপ্টেম্বর) আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। এ সময় অবৈধভাবে সংযোগ নেওয়ায় ১১ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর অধীনে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সার্বিক সহযোগিতা করেন ফেনী বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ।