ছাগলনাইয়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান
মুজিবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সম্পাদক কাজী ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, আবদুল্লাহ সেলিম, গরীর শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা কৃষকলীগের সম্পাদক মনির আহাম্মদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, প্রচার সম্পাদক মির্জা মির কাসেম, ধর্ম বিষযক সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ, সদস্য কফিল উদ্দিন, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বেলায়েত হোসেন মান্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব আতা উল্যাহ সিফাত ।