ছাগলনাইয়া কলেজ রোডের ইকবাল ভবনের ৫ম তলা থেকে জুনাঈদ হোসেন ফাহাদ নামে ৩ মাসের এক শিশু অপহরণ এর ঘটনা ঘটেছে। জুনাঈদ এর বাবা নিজাম উদ্দিন রুবেল কুয়েত প্রবাসি। রুবেল এর গ্রামের বাড়ি উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামে। দু'সন্তানের মধ্যে জুনাঈদ ছোট। রুবেল এর ৫ বছরের কন্যা সন্তান রয়েছে। জুনাঈদ এর মা জাহেদা আক্তার জানান, গত শুক্রবার তাদের বাসায় রোকসানা আক্তার বিথী নামে (২১) এক মহিলা বেড়াতে আসে। বিথীর পরিবারের সাথে জাহেদার স্বামী রুবেল এর পারিবারিক সম্পর্ক রয়েছে। আত্মীয়তার সুযোগে রবিবার (২০ সেপ্টম্বর) সকালে বিথি শিশু জুনাঈদকে অপহরণ করে নিয়ে যায়। এসময় জুনাঈদ এর মা বাসায় সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। পরে ছেলের খোঁজ না পেয়ে তার শোর
চিৎকারে বাসার আশপাশে লোকজনের ভিড় জমে যায়। ওসি তদন্ত মাহবুবুর রহমান পিপিএম জানান, এব্যাপারে জুনাঈদ এর মা জাহেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। বিথী সদর উপজেলার লেমুয়া ইউপির উত্তর চাঁদপুর গ্রামের ওমান প্রবাসি শাহাজাহান এর সহধর্মিণী।
এদিকে শিশু বাচ্চাটি এবং বর্ণিত আসামীকে সম্পর্কে কোন সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুম, ফেনী-০৩৩১৭৪৮৩৫ অথবা অফিসার ইনচার্জ, ছাগলনাইয়া থানা, ফেনী-০১৭১৩-৩৭৩৭৮২ কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।