ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ৩লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসিল্যান্ড হোমায়রা ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) - এর সহযোগিতায় অভিযান
পরিচালনা করা হয়। এ সময় শুভপুর ইউনিয়নের তুলাতলী চরে চট্টগ্রামের মিরসরাই থেকে আগত ব্যক্তিদের মালিকানাধীন ড্রেজার দিয়ে ফেনী নদীর ছাগলনাইয়া, ফেনী সীমানাভুক্ত নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন এর দায়ে ৩লাখ টাকা জরিমানা আদায় করা হয়।