বেসরকারিভাবে গড়ে উঠা নিবন্ধিত আটশতাধিক পাঠাগার নিয়ে গঠিত বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ। সারাদেশের পাঠাগারগুলো সরকারিকরণ ও এমপিওভুক্তি নিয়ে আন্দোলন, সভা,সেমিনার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করে বেসরকারি পাঠাগারের উন্নয়নের লক্ষে কাজ করছে এই সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়ার মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খান। তিনি ২০১৯ সালের ফ্রেব্রয়ারি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহন করেন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে গ্রন্থাগারের ওপর প্রশিক্ষণ নেন।