ছাগলনাইয়ায় জামিয়া আজিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নবগঠিত ( ২০২০ - ২০২২) দায়িত্বশীলদের পরিচিতি ও মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামিয়া আজিজিয়া মাদ্রাসার পরিচালক মুহতামিম মাওলানা রুহুল আমিন। প্রাক্তন ছাত্র পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা সাব উদ্দিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার উল্যাহ ভুঁঞা, মুফতি ফারুক, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি নুরুল আলম পাটোয়ারি , এনামুল হক বাবুল, আবদুল কাদের মিয়াজী প্রমূখ। এসময় আজিজিয়া মাদ্রাসার শিক্ষক, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্ররা উপস্হিত ছিলেন। ছাত্র পরিষদের সভাপতি মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম ও সাধারণ সম্পাদক সৈযদ হাবিব উল্লাহ বেলালী প্রাক্তন ছাত্র পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল সকলের কামনা করেন।