শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৯:৩৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া ধর্ষণ মামলায় ৪ আসামী গ্রেপ্তার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় গণধর্ষন মামলায় এজাহাভূক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুুলিশ। উপজেলার  শুভপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীরা হলো উত্তর মন্দিয়া গ্রামের মৃত মোঃ আবু তাহের এর পুত্র  মোঃ করিম উল্যাহ (২০), একই গ্রামের মৃত জমির আহামদ এর পুত্র নিজাম উদ্দিন (১৯),  মৃত সামছুল হকের পুত্র মোঃ ইমরান হোসেন ( ১৯) ,খুরশিদ আলমের পুত্র  মোঃ একরাম হোসেন পারভেজ (১৯)। পুলিশ জানায় স্বামী পরিত্যক্তা ওই নারী তার বাবার বাড়ি উত্তর মন্দিয়া গ্রাম থেকে শুক্রবার সকালে দারোগারহাট বাজারে আসার  ওই চার যুবক তাকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নির্যাতিতা থানায় মামলা দায়ের করলে শুক্রবার রাতেই ছাগলনাইয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ৪অভিযুক্তকে গ্রেপ্তার করে।  ওসি মোঃ মেজবাহ উদ্দিন ৪জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.