ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্যিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড হোমায়রা ইসলাম,
ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহামেদ, ইউসিসিএ লি: চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা ছায়দুল হক, উপজেলা জাসদের সভাপতি মু্ক্তিযোদ্ধা আবদুল হাই, প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষযক কর্মকর্তা মোমেনা আক্তার। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।