শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৯:৪১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে গোলনাহার এর পরিবার (ভিডিও)


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবদীনের স্ত্রী গোলনাহার (৬০) ভূমি ও গৃহহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রায় এক যুগ আগে পরিবারের এক মাত্র উপার্জনক্ষম স্বামী জয়নাল আবদীনকে হারিয়ে একরকম অসহায়ত্বের মধ্যে দিয়ে দিন কাটছে তার। স্বামী জয়নাল আবদীন পেশায় ছিলেন রং মিস্ত্রি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার উপার্জিত অর্থ দিয়ে কোনোভাবে চলতো পরিবার। এছাড়া ছিলোনা কোনো বাড়তি সঞ্চয়। পরবর্তীতে পঙ্গ হয়ে দীর্ঘদিন ধরে ছিলেন চিকিৎসাধীন। তার চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয় পরিবারের শেষ সম্বল বসতভিটা টুকুও। চিকিৎসার একপর্যায়ে গত ১২ বছর আগে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারটি। ২ ছেলে, ৩ মেয়ে, ২ নাতি ও ৩ নাতিনসহ মোট ১২ সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়েন বৃদ্ধ গোলনাহার। ভূমি আর বাসস্থান হারিয়ে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন অন্যের ভাড়া বাসায়। একদিকে পরিবারের দৈনিক খাদ্য জোগান দেওয়া অন্যদিকে আশ্রয়স্থলের ভাড়া জোগাড় করতে কাজ করতে হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে। এছাড়া নিজস্ব কোনো বসতভিটে না থাকায় পরিবারের বিয়ে উপযুক্ত মেয়েটির বিয়ে দিতে বেগ পেতে হচ্ছে তাকে। ফিরে যাচ্ছে বিয়ের জন্যে আসা সম্পর্ক গুলোও। সাম্প্রতিক সময়ে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে দেশের অসংখ্য ভূমি আর গৃহহীন পরিবার ঘর পেলেও তা জুটেনি ছাগলনাইয়ার গোলনাহারের পরিবারের কপালে। ১২ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করলেও কেউ এসে দাঁড়ায়নি পরিবারটির পাশে, পায়নি কোনো সহযোগিতা। এমতাবস্থায় ষাটোর্ধ গোলনাহার পরিবার নিয়ে মাথা গুজার ঠাঁই করে দেওয়ার জন্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.