ফুলগাজীতে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব । তাঁর নাম জিয়া উদ্দিন ওরফে শিমুল (২৪)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম জোয়ার কাছাড় গ্রামের বাসিন্দা। গত রোববার রাতে (২৮ জুন) উপজেলার আনন্দ পুর ইউনিয়নের কালির হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কালিরহাট বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে।
এসময় তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪১ বোতল ভারতীয় মদ (হুইস্কির বোতল) উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, জিয়া উদ্দিন ওরফে শিমুলের বিরুদ্ধে ফেনী র্যাব - ৭ এর সুবেদার কামাল হোসেন ভুঞা বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।