বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৩:০২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে অসহায় রোগীদের জন্য এ্যাম্বুলেন্স দিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যাক্তিদের বহনের জন্য নিজস্ব অর্থায়নে রোটারী পদ্মা জোনের পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। ২৮ জুন রবিবার বিকেলে আন্তর্জাতিক রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর এম আতাউর রহমান পীরের উপস্থিতিতে ফেনী সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু সহ রোটারি নেতৃবৃন্দর নিকট এই চাবি হস্তান্তর করেন।একই অনুষ্ঠানে রোটারী ক্লাবের পক্ষ থেকে গরীব অসহায়দের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৮শ মাস্ক প্রদান করা হয়।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.