বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৩:৫১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সব রোজা রেখেছে ৭ বছরের শিশু!


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    আফরাজ আলদ্বিন আবিদ। বয়স মাত্র ৭ বছর। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ২য় শ্রেণিতে পড়াশোনা করে। এবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে এবং প্রথমবারই সবকটি রোজা রেখেছে এ শিশু। বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ২৭টি। বাকি রোজাগুলোও (৩০টি) রাখবে বলে জানিয়েছে সে।

    আবিদ জানায়, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে। সব রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে। তবু পবিত্র মাহে রমজান দারুণভাবে উপভোগ করছে ও। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়।

    ৩০ রোজার পর ঈদ শেষে আরো ৬টি রোজাও রাখবে বলে জানিয়েছে আবিদ। এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.