সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. সিরাজুল ইসলাম (৪৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালক কে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলী গ্রামের সাত ভাইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, সাত ভাইয়া বাড়ির শেখ আহম্মদের ছেলে সিরাজুল ইসলামের সাথে প্রতিবেশী রৌশন আলী মাঝি বাড়ির আনিছুল হকের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিকেল ৪টার দিকে আনিছুল হক ও তার ভাড়াটে সন্ত্রাসীরা সিরাজুল ইসলামের মালিকীয় দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলে আনিছুল হক, তার ছেলে মো.শরীফুল ইসলাম ও ভাড়াটে সন্ত্রাসীরা সিরাজুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সিরাজুল ইসলাম বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩-৪জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।