বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৩:৪৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ভ্রাম্যমান আদালতে ছাগলনাইয়ার ১৩ সব্জি বিক্রেতার জরিমানা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩জন সব্জি বিক্রেতার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ছাগলনাইয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায়; জারীকৃত নির্দেশনা বজায় রাখতে এসিল্যান্ড নাহিদা আক্তার তানিয়া
    অভিযান পরিচালনা করেন । এ সময় পূর্বের জারীকৃত নির্দেশনা অমান্য করে কাঁচা সবজীর দোকান খোলা মাঠ হতে পুনরায় বাজারে স্থানান্তর করায় ১৩ জন বিক্রেতাকে বিভিন্ন পরিমাণে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গণজমায়েত করে আড্ডা না দেওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.