শনিবার, ০৫ জুলাই ২০২৫ ইং         ১২:৪৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় অটোরিক্সা চোরচক্রের ৪সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    রাত জেগে পাহারা দিয়ে ৪সিএনজি অটোরিক্সা চোরকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ সময় বিক্ষুব্দদের গণপিটুনিতে ৪জনই আহত হয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মাস্টার কী, ১টি কমন ইঞ্জিন সুইচ , ১টি তালা ও গ্রীল কাটার মেশিন উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের বহন করা সিএনজি অটোরিক্সা।  আটকরা হলো : ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর কাজী বাড়ীর মৃত আব্দুল জব্বারের পুত্র মো. সাইফুল ইসলাম (৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জানু দফাদার বাড়ির মৃত আব্দুল গফুরের পুত্র মো. কবির আহাম্মদ (৪৫)। বর্তমানে সে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়িতে থাকে , বাগের হাটের মোড়েলগঞ্জ থানার দৈবুগ্যহাটি ইউনিয়নস্থ জোফা গ্রামের মমিন তালুকদার বাড়ির মৃত মমিন উদ্দিনের পুত্র মো. মিরাজ (৩২) বর্তমানে সে ফেনীর একাডেমী এলাকার বনানীপাড়া বাতেনি মসজিদ এলাকায় থাকে। ও লক্ষীপুর জেলার কমলনগর থানার লক্ষীপুর গ্রামের মনু মিয়ার পুত্র মো. সবুজ (২৪) বর্তমানে সে ফেনী পলিটেকনিক এলাকায় মিজানের বাসায় ভাড়া থাকে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব শিলুয়া চৌধুরী বাজারের দক্ষিণে রেজিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সবুজ আহমেদ জানান, ঐ এলাকা থেকে গত কয়েকমাসে ৩টি অটোরিক্সা চুরি হয়ে যায়। আতংকিত ও উদ্বিগ্ন এলকাবাসী চোরদের ধরতে রাজ জেগে তাদের গাড়ী পাহারা দেয়ার ব্যবস্থা করে মঙ্গলবার রাতে তাদের ধরে ফেলে।

    ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ব্যাপক জিজ্ঞাবাদে তারা অটোরিক্সা চুরির সাথে জড়িত থাকার কথা এবং গত মাসের ২৭তারিখ শিলুয়া এলাকা থেকে মোঃ মনির আহাম্মদ এর সিএনজি অটোররিক্সা চুরির কথা স্বীকার করে।

    এ ব্যাপারে মনির আহমদ বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় আটক ৪জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.