শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং         ০৭:৩২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালনে আলোচনা সভা ও প্রকল্পের চেক বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ০৬ নভেম্বর শনিবার আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

    জেলা প্রশাসন ও ফেনী সমবায় বিভাগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট ফেনীর অধ্যক্ষ শাহনেওয়াজ চৌধুরী, ফেনী জেলা সমবায় অফিসার মো. ইমরান হোসেন, ফেনী জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল।


    ফেনী জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. ইকবাল হোসেন ভূঞা’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বিআরডিবি ফেনী জেলার উপ-পরিচালক দুলালি ধর, ফেনী সদর উপজেলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাহাব উদ্দিন আহম্মদ সিকদার, বন্ধুর বন্ধন ফেনী জেলা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সেফায়েত উল্যাহ, আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি এড. আবুল হোসেন প্রমুখ।


    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ট্রেজারি চালানের মাধ্যমে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় ফেনী জেলার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকে শ্রেষ্ঠ সমিতি হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।



    ফেনী সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ এর সার্বিক সহযোগিতায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ফেনী সদর উপজেলার অলোকদিয়া ও চেওরিয়া গ্রামের ২৩ জন উপকারভোগীদের মাঝে প্রতিজনকে ১লাখ টাকা করে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


    আলোকদিয়া উন্নতজাতের গাভী পালন নারী উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সদস্যরা হল-নুর জাহান আক্তার, মোমেনা আক্তার, মোসাঃ সুফিয়া আক্তার, সালমা আক্তার, মায়া আক্তার, আয়েশা আক্তার (পাখি), জাহান আরা বেগম, রেজিয়া বেগম ও শাহানা আক্তার। চেওরিয়া উন্নতজাতের গাভী পালন নারী উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সদস্যরা হল- গীতা রাণী দাস, কাজী রহিমা আক্তার, বিবি কুলছুম আক্তার, উত্তরা রাণী নাথ, মিনা রাণী দাস, সুমী শীল, ডিটু রাণী দাস, স্বপ্না রাণী দাস, সন্ধ্যা রাণী নাথ, দীপালী রাণী নাথ, সুমা রাণী দাস, মায়া রাণী দাস, দিপু রানী দাস ও আনোয়ারা বেগম প্রমুখ।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.